নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন : এম এ আউয়াল

শনিবার ১৪ অক্টোবর ২০২৩ ০১:০৩


রামগঞ্জ  প্রতিনিধি:
নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক লায়ন এম এ আউয়াল।
শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় এম এ আউয়ালের ঢাকাস্থ ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, আমি ছোট বেলা থেকেই সবসময় মিডিয়া বান্ধব। আমার নিজেরও এখন মিডিয়া আছে। মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু সাংবাদিকদের মধ্যে বিভাজন থাকা উচিৎ নয়। বিভাজনটা যেহেতু হয়ে গেছে, একটা রামগঞ্জ প্রেসক্লাব, আরেকটা রামগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
বিশেষ করে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবটা যেটা হয়েছে, আপনারা সবাই জ্ঞানী, গুণী মানুষ। আপনারা এই সংগঠনটাকে, এই প্রেসক্লাবটাকে ধরে রাখুন। এটার মধ্যে যেন কোন বিভাজন না হয়, কোন গ্রুপিং না হয়। বরং এখানে যত বেশি সাংবাদিক আসবে ততই এই প্রেসক্লাব সমৃদ্ধ হবে। সেটা মাথায় রাখবেন। কারো সমালোচনার দরকার নেই, কারো আলোচনার দরকার নেই। সকলের সংবাদই আপনারা প্রকাশ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। মনে রাখবেন আপনারা যদি কোন ভুল সংবাদ পরিবেশন করেন, তখন সে ব্যক্তি যেমন আঘাত পায়, তার পরিবার আঘাত পায়। সমাজ তাকে ভিন্ন ভাবে দেখে, কিন্তু সংবাদটা দেখা গেলযে মিথ্যা। যেকোন সংবাদ পরিবেশন করবেন, সংবাদের যেন যথার্থতা থাকে। উভয় পক্ষের বক্তব্য নিবেন। আপনার সংবাদের মাধ্যমে সাধারন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
আপনারা নিরবে কাজ করে যান, কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজন নেই। নীরবে কাজ করার মধ্য দিয়েই আপনাদের প্রেসক্লাব শক্তিশালী হবে। আর যে কোন সিদ্ধান্ত সবাই মিলে নিবেন।
রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনারা এগিয়ে যাবেন। আপনাদের সাথে আমি আছি এবং থাকব।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরিফ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কবির, সিনিয়র সহ-সভাপতি ও এস টিভি বাংলা প্রতিনিধি হাজী মোহাম্মদ মহসীন, সহ-সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি একে এম মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গনজাগরণ প্রতিনিধি সোহেল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ ও দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের কথা প্রতিনিধি মোঃ নুর হোসেন রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রুবেল।
এছাড়াও কার্যনির্বাহীর সদস্য, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন, দৈনিক আমাদের স্বদেশ প্রতিনিধি মহিবউল্যাহ, বাংলার প্রতিদিন প্রতিনিধি নাজমুল হোসেন বাপ্পি, সত্যের সন্ধানে প্রতিনিধি মোঃ মেহেদী হাসান প্রমুখ।

এমএসি/আরএইচ

সর্বশেষ

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা এ. কে .আজাদের

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা এ. কে .আজাদের

ঝিনাইদহে পলিথিনে মোড়ানো নবজাতকের ভ্রুণ উদ্ধার

ঝিনাইদহে পলিথিনে মোড়ানো নবজাতকের ভ্রুণ উদ্ধার

সাতক্ষীরায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিকী প্রদর্শনী 

সাতক্ষীরায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিকী প্রদর্শনী 

নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার 

নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে এবার একেএম সফি আহমদ সলমান

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে এবার একেএম সফি আহমদ সলমান

ফরিদপুরে একরাতে তিন নারী উদ্যোক্তার ৪টি গরু চুরি

ফরিদপুরে একরাতে তিন নারী উদ্যোক্তার ৪টি গরু চুরি

ডিমের খাঁচায় গাঁজা নিয়ে নদী পাড়ি দেয়ার চেষ্টা, গ্রেফতার করল ডিবি

ডিমের খাঁচায় গাঁজা নিয়ে নদী পাড়ি দেয়ার চেষ্টা, গ্রেফতার করল ডিবি

আ:লীগের শরিক ও মিত্রদের সাথে সমঝোতা ৩০ নভেম্বর

আ:লীগের শরিক ও মিত্রদের সাথে সমঝোতা ৩০ নভেম্বর

আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুসকে সাংবাদিকদের শুভেচ্ছা

আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুসকে সাংবাদিকদের শুভেচ্ছা

উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার