ঝালকাঠির রাজাপুরের বাঘরী বাজারে দুপুর ১২ ঘটিকায় ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অবৈধ জাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন এর নেতৃত্বে অভিযানে ১০০০০ মিটার কারেন্ট জাল ও ৩০ টি টোন জাল জব্দ করে মোবাইল কোর্টে আলমগীর হোসেন ও সাইফুল নামে ২ জন অবৈধ জাল বিক্রেতাকে ৬০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ।
উল্লেখ্য জব্দকৃত অবৈধ জাল পরবর্তীতে উপজেলা পরিষদের খোলা যায়গায় সকলের উপস্থিত তে বিনষ্ট করা হয়।