'জাওয়ান'-এর ১১০০ কোটি টাকা আয়
শুক্রবার ২০ অক্টোবর ২০২৩ ১৫:২৫

বিশেষ প্রতিনিধি :
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে গৌরী খান এবং গৌরব ভার্মা প্রযোজনায় বিশ্বজুড়ে প্রায় ১১০০ কোটি টাকা আয় করে ফেলল শাহরুখ খান, নয়নতারা,বিজয় সেতুপতি অভিনীত 'জওয়ান'। বক্স অফিসে গত ১২ দিন ধরেই চলছে 'জওয়ান' ঝড়। দেশের বক্স অফিস হোক বা বিশ্ব বাজার, সর্বত্রই রেকর্ড ভাঙা আয় করছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের এই ছবি।
মনোবালা বিজয়বালানের পোস্ট অনুযায়ী, 'ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিসে ১১০০ কোটির ক্লাবে প্রবেশ করল 'জওয়ান'। বারোতম দিনে,ট্র্যাকড শো থেকে এই ১৫ লক্ষ ১৪২টি টিকিট বিক্রি হয়েছে এই ছবির।' 'জওয়ান' ছবির হিন্দি সংস্করণের ১৫ হাজার ৩১৭টি শো থেকে আয় হয়েছে ৩৮ কোটি টাকা। প্রত্যেক শো থেকে ২৬ হাজার ৪১৭ টাকা করে আয় হয়েছে।
প্রসঙ্গত, ওটিটি-তে আসবে 'জওয়ান', কিন্তু দীর্ঘতর সংস্করণ নিয়ে। প্রেক্ষাগৃহে যে সংস্করণ মুক্তি পেয়েছে সেখানে একাধিক অ্যাকশন দৃশ্য, একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য, ইচ্ছাকৃতভাবেই কেটে ফেলা হয়েছে যাতে মোটামুটি একটা দৈর্ঘ্য বজায় রাখা যায়। তবে এই সমস্ত বাদ দেওয়া দৃশ্য ফিরতে চলেছে 'জওয়ান' ছবির ওটিটি মুক্তির অংশ হিসেবে। ছবির পরিচালক অ্যাটলি সম্পূর্ণ নতুন 'ডিরেক্টর্স কাট' তৈরি করতে ব্যস্ত তিনি। ছবির এহেন সংস্করণ কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেই দেখতে পাওয়া যবে। দর্শকদের এই ছবির অভিজ্ঞতা আরও রোমহর্ষক ও দুর্দান্ত করার জন্যই এই উদ্যোগ নির্মাতাদের।
ওটিটিতে যে এই ছবি কবে মুক্তি পাবে তা বলাই বাহুল্য। তবে শোনা যাচ্ছে ট্রেন্ড দেখে ওটিটি-তে মুক্তির তারিখ মাস দুয়েক পিছিয়ে দেওয়া হতে পারে। যদি 'জওয়ান' ওটিটি প্ল্যাটফর্মে এসে পৌঁছায়, তবে তার দীর্ঘায়িত 'রান টাইম' গিয়ে দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ০৫ মিনিটে। যা এমনিতে প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৫ মিনিট।
উল্লেখ্য যে, ২০২১ সালের সেপ্টেম্বরে পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এবং ঔরঙ্গাবাদে চিত্রগ্রহণের মাধ্যমে প্রধান ফটোগ্রাফি শুরু হয়। এটি ২ জুন ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে।
জাওয়ান প্রাথমিকভাবে ২রা জুন ২০২৩-এ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পোস্ট-প্রোডাকশনে আরও কাজের প্রয়োজনের কারণে স্থগিত করা হয়েছিল। এটি ২০২৩ সালে ৭ই সেপ্টেম্বর জন্মাষ্টমীর সাথে মিল রেখে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।
এমএসি/আরএইচ