দুমকিতে ৩ নৌকাসহ ৩৮হাজার ৫শ' মিটার কারেন্ট জাল জব্দ
শুক্রবার ২০ অক্টোবর ২০২৩ ২২:১৭
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৩টি জেলে নৌকাসহ ৩৮হাজার ৫শ' মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ কৃত কারেন্টজাল গুলোর বর্তমান বাজারমূল্য ৯লক্ষ ৬২হাজার ৫'শ টাকা যা আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, গত ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার পায়রা, পাতাবুনিয়া, কদম তলা, পাংসিঘাট নদীতে একটানা বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইলিশ শিকারে নামায় ৩টি জেলে নৌকাসহ অন্তত: ৩৮হাজার ৫'শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের ট্রলার দেখে নৌকা জাল ফেলে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল ইমরান, মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ফিল্ড মোঃ সাইফুল ইসলাম ও থানা পুলিশ টিম অভিযানে অংশ নেন।
মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, প্রজনন মৌসুমে প্রশাসনের বিশেষ অভিযান আগামী ২নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাহী মেজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি সার্বক্ষনিক পুলিশ, কোস্ট গার্ডের অভিযান চলবে।