নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরায় সিরাজগঞ্জের চৌহালীতে ৪ জেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থল ইউনিয়নের চালুহারা গ্রামের আশরাফ আলীর ছেলে বাদশা মিয়া (১৯) আনছের শেখের ছেলে আলমগীর হোসেন রুবেলকে (২০) নৌ পুলিশের অভিযান আটক করা হয়।
মৎস্য আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয় বলে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি শামসুল আলম জানিয়েছেন।
এছাড়া পৃথক অভিযানে চৌহালী পশ্চিম কোদালিয়া গ্রামের সোনা মিয়া মোল্লার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও শাকপাল গ্রামের মোস্তফার ছেলে জুয়েলকে (২০) আটক করা হয়।
এদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মাহবুব হাসান। উভয় অভিযানে ১১ হাজার মিটার কারেন্ট জাল, ৩ কেজি মা ইলিশ ও একটি ইঞ্জিন চালিত শ্যালো নৌকা জব্দ করা হয়।