জয়পুরহাটে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ ১৩:৫৭

:: আবু রায়হান, জয়পুরহাট ::
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নে জিতারপুর গ্রামে চল্লিশোর্ধ্ব এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষন করার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগি ওই নারী।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তারা হলো, জিতারপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহরাব হোসেন (২৭) ও মীর কাশেমের ছেলে মিরাজুল ইসলাম সুচি (২২)।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, তিন সন্তানের জননী বিধবা ওই নারী স্বামীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই থাকতেন। তার তিন ছেলেও চাকরি সুবাদে ঢাকায় থাকেন।
গত ১৮ অক্টোবর রাতে ওই বিধবা নারী খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ১ টার দিকে অভিযুক্তরা তাকে ডাকাডাকি করলে সে দরজা খুললে তারা প্রথমে ওই নারীকে কুপ্রস্তাব দিলে এতে সে রাজী না হওয়ায় তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে তারা। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার জানান, গতকাল সোমবার থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতাও মিলেছে। ভুক্তভোগিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।
এমএসি/আরএইচ