গোয়াইনঘাটে কিশোর-কিশোরী ক্লাব সদস্যদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন
বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ ১৯:০০

:: গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাটে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বই,ম্যাগাজিন ও পোষাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগ, উপজেলার ৯ টি ক্লাবের সদস্যদের মাঝে এই উপকরণ বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি বিষয়ক কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, এসময় বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এমএসি/আরএইচ