মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মনোনয়ন ফরমের দাম পরিশোধ করা যাবে

শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ ২০:০০


সত্যজিৎ দাস:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু করবে টানা ১৪ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। আগামীকাল শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে নৌকার ফরম বিতরণ উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রমের উদ্বোধন হবে। এরপর দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নৌকার ফরম সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকা জেলা অফিসে অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্রও বিক্রি শুরু হবে ঠিক একই সময়ে (বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে)। দলীয়প্রধান শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই কর্মযজ্ঞ। এ জন্য দলীয় অফিসে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংগ্রহ করা হবে উদ্বোধনের সঙ্গে সঙ্গে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সকলের জন্য মনোনয়নপত্র বিক্রি ও জমাদান প্রক্রিয়া শুরু হবে।
এসময় আওয়ামী লীগের সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি তিনি নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফরমের দাম পরিশোধ করা যাবে।
বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটি করে এবং বাকি ছয়টি বিভাগের জন্য একটি করে মোট ১০টি বুথ স্থাপন করা হবে। পাশাপাশি এবারই প্রথম অনলাইনে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়াও চালু করা হবে। ৫০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। এতে বলা হয়, ‘শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপি।’
দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার (১৮ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। যা মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এমএসি/আরএইচ

সর্বশেষ

পাথরঘাটায় এগ্রো ইকোলজি ভিত্তিক সিড ফান্ডিং প্রশিক্ষণ 

পাথরঘাটায় এগ্রো ইকোলজি ভিত্তিক সিড ফান্ডিং প্রশিক্ষণ 

বরিশাল-২ আসন, উজিরপুর-বানারীপাড়া থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস 

বরিশাল-২ আসন, উজিরপুর-বানারীপাড়া থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস 

জয়পুরহাটে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাটে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বক্কর গ্রেফতার।

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বক্কর গ্রেফতার।

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু 

জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু 

লালমনিরহাটে উন্নয়ন শান্তি সমাবেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে উন্নয়ন শান্তি সমাবেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠিত

রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনায় ঝালকাঠিতে কর্মশালা

রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনায় ঝালকাঠিতে কর্মশালা

পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান

পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা এ. কে .আজাদের

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা এ. কে .আজাদের