দেশবিরোধী চক্রের সহিংসতা বন্ধের আহ্বান শাবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকদের
শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ ২০:১০

:: শাবিপ্রবি প্রতিনিধি ::
দেশবিরোধী চক্র খুন ও অগ্নিসন্ত্রাস করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে । এসব খুন ও অগ্নি-সন্ত্রাসসহ নানাবিধ অপতৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র নেতারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাবিপ্রবির ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, গত কিছুদিন যাবৎ দেশবিরোধী চক্র দেশব্যাপী খুন ও অগ্নি-সন্ত্রাসসহ নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান করছি।
বিজ্ঞপ্তিতে প্যানেলের আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম সই করেন।
এমএসি/আরএইচ