ডিআইইউতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
শনিবার ১৮ নভেম্বর ২০২৩ ১১:৪৫

:: ডিআইইউ প্রতিনিধি ::
বর্ণাঢ্য আয়োজনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর প্রবীণ শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ.টি.এম মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি), উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, বিভাগটির সহযোগী অধ্যাপক মোঃ তাহজিব উল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে কেক কেটে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, এদিন ৪ টি ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও ৫ টি ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এর মধ্যে ১ম শিফটে ভর্তি হওয়া ৯২, ৯৩ ব্যাচ এবং ২য় শিফটে ভর্তি হওয়া ১১১, ১১২ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এবং ৭৭, ৭৮, ৭৯, ৮০ ও ৮১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
এমএসি/আরএইচ