ডিআইইউ ও সানপার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শনিবার ১৮ নভেম্বর ২০২৩ ২১:৩৯

:: ডিআইইউ প্রতিনিধি ::
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের (সানপা) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনে এ স্মারক স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সানপা এর সভাপতি ডাঃ হাবিব জাফরুল্লাহ, ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য প্রফেসর ড. সাইলফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. গণেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যৌথ গবেষণা, একাডেমিক এবং গভর্নেন্সের উন্নয়ন সম্পাদনা করা সহজ হবে। যা যৌথভাবে সানপা এবং ডিআইইউ সম্পাদনা করবে।
এমএসি/আরএইচ