:: শাবিপ্রবি প্রতিনিধি ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাব’র সাথে বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক সংগঠন সঞ্চালনের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) বিকাল চারটায় প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সঞ্চালনের সভাপতি মো. শাহরিয়ার মাহমুদ সুষ্ময়, সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, সহ-সাধারণ সম্পাদক রহিমা পারভীন রুহি, সহ-সভাপতি জুনাঈদ মিজবাহ, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে শাবি প্রেসক্লাবের সহ সভাপতি রাহাত হাসান মিশকাত, যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, কার্যকরী সদস্য আদনান হৃদয়, সাগর হাসান শুভ্র ও নুর আলম সহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, সঞ্চালন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে তাদের কাজকে আমরা সাধুবাদ জানাই। তাদের কাজের ধারা অব্যাহত রাখতে শাবি প্রেসক্লাব সর্বদা পাশে থাকবে।
সঞ্চালনের সভাপতি মো. শাহরিয়ার মাহমুদ সুষ্ময় বলেন, শাবি প্রেসক্লাবের সাথে আমাদের আগে থেকেই মিলবন্ধন রয়েছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।