জীবননগরে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে গরুর মৃত্যু
সোমবার ২০ নভেম্বর ২০২৩ ০০:৩১

জীবননগর অফিসঃ
চুয়াডাঙ্গার জীবননগরে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নারায়ণপুর শেখ পাড়া গ্রামের (থানা মোড় ) মৃত রহমত শেখের ছেলে আমির হোসেনের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমির হোসেন জানান, রাত ২টার দিকে মশার কয়েলের থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুনে গোয়াল ঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি গরু মারা গেছে। অন্য গরুও আগুনে দগ্ধ হয়েছে। আগুনে গোয়াল ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।
আমির হোসেন অভিযোগ করে বলেন, জীবননগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ২টার দিকে ফায়ার সার্ভিসকে জানানোর পরও তারা দ্রুত ঘটনাস্থলে আসেনি। তাদের আসতে চার থেকে পাঁচ মিনিট লাগার কথা সেখানে তাদের আসতর সময় লেগেছে চল্লিশ মিনিট। তারা যদি দ্রুত আসত তাহলে আমার এত বড় ক্ষতি হতো না।
এ বিষয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. খালিদ হুসাইন বলেন, ভুক্তভোগীরা সরাসরি অফিসে যোগাযোগ করেনি। আমরা রাত ২টা ২১ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পায়। পরে ভুক্তভোগীকে ফোন করে নিশ্চিত হয়ে ২ মিনিটের মধ্যে রওনা হই। আমাদের যেতে ৪ মিনিট মতো লেগেছিল। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
এমএসি/আরএইচ