পটুয়াখালী -৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অধ্যক্ষ  মহিববুর রহমান 

সোমবার ২০ নভেম্বর ২০২৩ ০৯:৫৮


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

 ১১৪ পটুয়াখালী ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র দিয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃমহিববুর রহমান।তিনি বর্তমানে ওই আসনের সংসদ সদস্য।

 রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

 এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার,সহ সভাপতি ড.শহীদুল ইসলাম বিস্বাস,রাঙ্গাবালি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মামুন খাঁন,কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ফিরোজ সিকদার,এ্যাডভোকেট সাঈদ, দপ্তর সম্পাদক ইউসুফ আলী,কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, নেতা মুরসালিন আহম্মেদ, কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার,কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহম্মেদ, মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন তালুকদার, সাধারণ সম্পাদক জামাল হোসেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ,পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মৃধা,রাঙ্গাবালি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শিবলী, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদার, মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সোয়াইব খাঁন,থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, থানা ছাত্রলীগ নেতা জাহিদ খাঁন সহ আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 এসময় এমপি মহিববুর রহমান নিজে নেতাকর্মীদের নিয়ে আওয়ামীলীগ কার্যালয়ের সামনের সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করান। 

 এসময় এমপি মহিববুর রহমান বলেন, আসন্ন দ্বাদশ নির্বাচনে পটুয়াখালী ৪ আসনে নৌকা মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে।তিনি বলেন মনোনায়ন দিবেন শেখ হাসিনা প্রার্থী বেশি থাকা এক ধরনের সৌন্দর্য। শেখ হাসিনা তাকে মনোনায় দিলে জয়ের ব্যাপারে শতভাগ তিনি আশাবাদী এবং ওই আসনে যাকেই প্রধানমন্ত্রী মনোনায়ন দিবেন তার পক্ষে কাজ করারও প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। এরআগে,গতকাল শনিবার আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনায়ন ফর্ম সংগ্রহ করেন এমপি মহিববুর রহমান।

 উল্লেখ্য,অধ্যক্ষ মহিববুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগের সফল ভাবে দায়িত্ব পালন করেছেন।পারিবারিকভাবে দানবীর হিসেবে পটুয়াখালী ৪ আসনে তাদের পরিবারের অত্যন্ত সুনাম রয়েছে।দীর্ঘ ২ যুগের ও বেশি সময় ধরে কলাপাড়া উপজেলা, রাঙ্গাবালি উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভা সাধারণ জনগণের মাঝে বিভিন্ন দূর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থেকেছেন। এবং সাধারণ মানুষের আস্থা কুড়িয়ে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন এই সাংসদ।

এমএসি/আরএইচ

সর্বশেষ

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা এ. কে .আজাদের

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা এ. কে .আজাদের

ঝিনাইদহে পলিথিনে মোড়ানো নবজাতকের ভ্রুণ উদ্ধার

ঝিনাইদহে পলিথিনে মোড়ানো নবজাতকের ভ্রুণ উদ্ধার

সাতক্ষীরায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিকী প্রদর্শনী 

সাতক্ষীরায় কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিকী প্রদর্শনী 

নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার 

নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে এবার একেএম সফি আহমদ সলমান

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে এবার একেএম সফি আহমদ সলমান

ফরিদপুরে একরাতে তিন নারী উদ্যোক্তার ৪টি গরু চুরি

ফরিদপুরে একরাতে তিন নারী উদ্যোক্তার ৪টি গরু চুরি

ডিমের খাঁচায় গাঁজা নিয়ে নদী পাড়ি দেয়ার চেষ্টা, গ্রেফতার করল ডিবি

ডিমের খাঁচায় গাঁজা নিয়ে নদী পাড়ি দেয়ার চেষ্টা, গ্রেফতার করল ডিবি

আ:লীগের শরিক ও মিত্রদের সাথে সমঝোতা ৩০ নভেম্বর

আ:লীগের শরিক ও মিত্রদের সাথে সমঝোতা ৩০ নভেম্বর

আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুসকে সাংবাদিকদের শুভেচ্ছা

আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুসকে সাংবাদিকদের শুভেচ্ছা

উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার