ঢাকা কলেজের ১৮২ বছর পূর্তিতে বর্ণাঢ্য র্যালি
সোমবার ২০ নভেম্বর ২০২৩ ১৫:৩৬

:: ঢাকা কলেজ প্রতিনিধি ::
ইতিহাস ঐতিহ্যের বিদ্যাপীঠ ঢাকা কলেজের ১৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকাল দশটায় ঢাকা কলেজের মূল ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত র্যালি মিরপুর রোডের সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড় প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়। এসময় ঘোড়ার গাড়ি, রঙিন জরি এবং বাঁশির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় ঢাকা কলেজ ক্যাম্পাস।
এসময় উপস্থিত ছিলেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউসুফ আহম্মেদ, উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদারসহ ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীরা বলেন,উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের ঢাকা কলেজ৷ এটি পূর্ববঙ্গ ও আশেপাশের এলাকায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তার করে আসছে৷ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, তখন এটিই ছিলো একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান৷
ঢাকা কলেজের বিশেষত্ব হলো ১৮২ বছরেও দেশে শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে৷ এর আগে (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকেই ১৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকসজ্জা করা হয় পুরো ক্যাম্পাস জুড়ে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কলেজের মূল ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন, বিজয় চত্বর, স্বাধীনতা চত্বর, নতুন ভবন, শহীদ মিনার চত্বর সহ দুইপাশের সীমানা প্রাচীর জুড়ে বর্ণিল জায়গা পেয়েছে আলোকসজ্জা। ক্যাম্পাস জুড়ে সাজ সাজ রব। দলবেঁধে ঘুরতে দেখা যায় শিক্ষার্থীদের।
এমএসি/আরএইচ