মুন্সীগঞ্জ-১ আসনে নৌকারমনোনয়নপত্র জমা দিলেন মহিউদ্দিন আহমেদ
সোমবার ২০ নভেম্বর ২০২৩ ২০:২৯

:: মুন্সিগঞ্জ প্রতিনিধি ::
আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানহাজী মহিউদ্দিন আহমেদ।

মুন্সিগঞ্জ -১ আসন থেকেমনোনয়নপত্র সংগ্রহের পর জমা দেন তিনি। ব্যাপক উৎসাহউদ্দীপনা ও কয়েক হাজার নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী নিয়ে সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউআওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে সোমবারসকালে মুন্সিগঞ্জ- ১ আসনে আওয়ামীলীগেরমনোনয়ন প্রত্যাশী হাজী মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও যানবাহনে অগ্নিসংযোগেরপ্রতিবাদে কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল থেকে এক্সপ্রেসওয়েতে বিশৃঙ্খলার রুখতে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচীরপর শ্রীনগর ও সিরাজদিখান উপজেলারহাজারো নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।
এসময় শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনেরহাজারো নেতৃবৃন্দ মুন্সিগঞ্জ-১ আসন থেকেনৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।
বিকালে দলীয় কার্যালয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস,এম সোহরাব হোসেনসহ সিরাজদিখান ও শ্রীনগর দুই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগেরসভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এমএসি/আরএইচ