প্রবাস নিউ ইয়র্কে চলছে প্রবাসীদের ঈদ প্রস্তুতি
বুধবার ২৮ জুলাই ২০২১ ০৭:৫৭

স্থানীয় সময় রোববার দুপুর থেকেই নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তায় প্রবাসী তরুণ-তরুণীদের কেনাকাটা ও মেহেদি উৎসব করতে দেখা যায়।
পথচারীরা সরে গেলে তরুণীরা টেবিল আর টোল বসায়, সঙ্গে আনা মেহেদির পসরা সাজায়। মুহূর্তেই বাড়ে ভিড়। আগের বছরগুলোতে ঈদের আগের রাতে মেহেদি রাঙানোর আয়োজন করা হলেও এবার দুদিন আগেই তা শুরু হলো।

তরুণীরা রাস্তা ও ব্যস্ত এলাকার পার্কিং লট কিংবা প্লাজা দখলে নেন। সন্ধ্যা গড়িয়ে রাত যত বাড়ছিল-তত ব্যস্ততাও বাড়তে দেখা যায় এসব স্থানে। কেউ মাস্ক পরিহিত, আবার সবাই টিকা নেওয়ায় সংক্রমণের আশঙ্কা না থাকায় অনেককেই দেখা গেছে মাস্ক ছাড়া।
এমএসি/আরএইচ